প্রজেক্ট : ভরা কলস 

ব্যাচ: পুকুর-বাগান -০২

প্রতি ইউনিট এর দাম : ১,০০,০০০/-

 

বিবরণ : পুকুর-বাগান -০২ একটু অত্যন্ত গুছানো একটি প্রকল্প।  এই প্রকল্পের মধ্যে পুকুরে মাছ চাষ ও পাড়ে বিভিন্ন ধরনের ফল, সবজি উৎপাদন করা হয়। ১২ মাস মেয়াদি এই প্রকল্পের প্রধান উৎপাদিত পন্যটি হলো মাছ। রুই,মিড়কা,সিলভার,ব্রিগেট,পাঙ্গাশ, তেলাপিয়া সহ নানান ধরনের মাছ চাষ করা হয় বছর জুড়ে।  এবং বছর শেষে প্রাপ্ত লাভ ও লোসের পরিমান ৫০% হারে বিনিয়োগকারী ও AgroTortoise এর মধ্যে ভাগ করে দেওয়া হয়।