প্রজেক্ট : ভরা কলস 

ব্যাচ: ভার্মিকম্পস -০১

প্রতি ইউনিট এর চেম্বারের পরিমাণ : ৬ টি

প্রতি ইউনিট এর দাম : ১,২০,০০০/-

 

পন্য সমন্ধে বিস্তারিত : ভার্মিকম্পস সার উৎপাদন হয় কেচর মাধ্যমে। বিভিন্ন প্রক্রিয়া শেষে হাউস এর মধ্যে কেঁচো ও প্রক্রিয়াজাতকৃত গবর রাখা হয় এবং একটি নির্দিষ্ট সময় পরে (২৫-৪৫ দিন) সেই প্রক্রিয়াজাতকৃত গবরটি ঝুরঝুরা সারে পরিনত হয়। তারপর সার থেকে কেঁচো আলাদা করে নতুন সেড দেওয়া হয়। এইভাবেই পর্যায়ক্রমে বছরে ৬- ৮ টি পর্যন্ত সেড উঠানো যায়। 

 

বাজারে পন্যের চাহিদা : আধুনিক কৃষিতে কেঁচোকম্পস সারের চাহিদা বেপক। কলা,পেপে,বেগুন,মরিচ,ধান সহ সকল ধরনের ফসলে কেঁচোকম্পস সার ব্যাবহার করা যায়। খোলা জায়গায় গবর রাখার কারণে নরমাল গবর সারে মাটির উপকারী সকল উপকরণ নষ্ট থাকে। তাই কৃষকরা কম্পস সার ব্যাবহার এর মাত্রা অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন।